অনেক অনেক বছর আগের রাঁচির সেই অঝোর-ঝরণ নাছোড়বান্দা বৃষ্টি আজ আবার আকাশ থেকে মাটি অব্দি এক হাওয়ায়-দোলা সময়-ভোলা ঝালর ঝুলিয়েছে , ছাতা না নিয়ে বেরোনোয় অভ্যস্ত বেপরোয়ারা হার মেনেছে আজ


Comments